মানুষের তারুণ্য যতখানি প্রানবন্ত হতে পারে শেখ কামাল তাঁর দুই হাতে তারুণ্য এঁকে দিয়েছেন সমাজে মানুষের মনে প্রাণে নিজের অজান্তে। মুক্তিযুদ্ধ যেন তাঁকে ছুঁয়ে গিয়েছিল অলিতে গলিতে তাঁর অবয়বে আর বাংলাদেশের আত্মার জন্মে। শুভ জন্মদিন শেখ কামাল। 

শহীদ শেখ কামাল

নিজের বলতে অন্তরে যেন কোন প্রয়োজন ছিল না তাঁর শুধু মানুষের প্রয়োজন ছাড়া। শেখ কামাল (৫ আগস্ট ১৯৪৯ – ১৫ আগস্ট ১৯৭৫)

শেখ কামাল একান্ত ছোট বেলায় 
শেখ কামাল ক্রিকেট মাঠে ব্যাট হাতে 
শেখ কামাল নাটকের দৃশ্যে
শেখ কামাল নাটকের দৃশ্যে অভিনয়ের সময় তোলা ছবি
শেখ কামাল ফুটবল মাঠে
শেখ কামাল দৌড় প্রতিযোগিতায় 
শেখ কামাল সাঁতার পেরিয়ে 
শেখ কামাল মুক্তিযুদ্ধের সময় ট্রেনিং করছেন
শেখ কামাল রাজনৈতিক অঙ্গনে
শেখ কামাল শহীদ মিনারে ফুল দিচ্ছেন
শেখ কামাল কবি কাজী নজরুল ইসলামের সাথে 
শেখ কামাল হাস্যোজ্জ্বল বঙ্গবন্ধুর সাথে
শেখ কামাল শেখ রাসেলকে আদর করছেন
শেখ কামাল শেখ জামাল মধ্যে শেখ রাসেল
শেখ কামাল রাশিয়া সফরে
শেখ কামাল সুলতানা কামাল 
শেখ কামাল শেখ জামাল শেখ রাসেল পিতা মাতার সাথে 
শেখ কামাল শেখ জামাল শেখ রাসেল বঙ্গবন্ধুর সাথে
শেখ কামাল ভাই বোনদের সাথে কৈশরের ছবি
শেখ কামাল সিঙ্গেল ছবি 
শেখ কামাল ভার্সেটাইল
শেখ কামাল বড় বোনের সাথে
শেখ কামালের শয়ন কক্ষে মেঝেতে পড়ে আছে সেতার

১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে বিপথগামী একদল সেনা কর্মকর্তার নির্মম বুলেটে মাত্র ২৬ বছর বয়সে শাহাদাত বরণ করেন তিনি।

৭৫তম জন্মদিনে বিনম্র শ্রদ্ধা

ছবি সংগৃহীত 

সংকলন – আব্দুল্লাহ আল হাদী, কবি ও সভাপতি ৩১তম বিসিএস ক্যাডার এসোসিয়েশন 

https://31stbcs.org/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%82%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%a8/

https://youtu.be/gCLB_M20WNQ?si=5uu7zPIOX9p7mqSd

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *