বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন (সকল ক্যাডার) ঢাকার পার্শ্ববর্তী এলাকায় মোট তিন হাজার ১০০টি গাছ লাগানোর কর্মসূচি হাতে নিয়েছে।

শনিবার দুপুরে আগারগাঁওয়ে জাতীয় বেতার ভবনে বিভিন্ন প্রজাতির ৪৫টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

সংগঠনটির তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মো. আবু নাছের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

পুরো বর্ষাকালজুড়ে দেশব্যাপী নানা প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের লক্ষমাত্রা নিয়ে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন (সকল ক্যাডার) এই কার্যক্রমের উদ্বোধন করে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নে গুরুত্বারোপ করে মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত এক কোটি গাছের চারা রোপণ করার আহ্বানে উদ্বুদ্ধ ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন (সকল ক্যাডার) আগামী তিন মাস ধরে ঢাকা শহরের অদূরবর্তী গ্রামসহ সারাদেশের বিভিন্ন স্থানে নানা প্রজাতির ন্যূনতম ৩১’শ গাছের চারা রোপণের লক্ষে এই কার্যক্রম পরিচালনার ঘোষণা দেয়।

বৃক্ষরোপণ প্রসঙ্গে অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল হাদী বলেন, ‘মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী একটি বাসযোগ্য পৃথিবী বিনির্মাণের লক্ষে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন (সকল ক্যাডার) বৃক্ষরোপণ পালনের মহতি উদ্যোগ শুরু করেছে। পুরো বর্ষাকালজুড়েই আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। আমরা সারাদেশে ন্যূনতম ৩১শ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করব। এছাড়াও সারাদেশে ৩১তম বিসিএসের বিভিন্ন ক্যাডারের সব সদস্যকে পুরোদমে এই বৃক্ষরোপণ কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানাই।’

তিনি বলেন, ৩১০০গাছ লাগানোর কথা বলা হলেও শেষ পর‌্যন্ত এই সংখ্যা আরো অনেক বেশি হবে বলে বিশ্বাস করি।

সংগঠনের সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় দে সজল বলেন, ‘৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন বিভিন্ন সামাজিক দায়িত্ব পালনের পাশাপাশি পরিবেশকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য প্রতিবছর বৃক্ষরোপণ করে আসছে, যা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে।’

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে অ্যাসোসিয়েশনের সভাপতি-সাধারণ সম্পাদকসহ তথ্য ক্যাডারের মাহফজুল ইসলাম, মো. আবু নাছের, শেখ রাসেল, মো. দুলাল হোসাইন, মো. নাজমুল হাসান ও ইফতেখার হোসেন, প্রশাসন ক্যাডারের হাসানুজ্জামান, পরিবার পরিকল্পনা ক্যাডারের সবুজ হাওলাদার, পুলিশ ক্যাডারের মুহিত কবির সেরনিয়াবাত ও মুহিত চৌধুরী, শিক্ষা ক্যাডারের এম. এ. বাসার, পররাষ্ট্র ক্যাডারের হাসান আব্দুল্লাহ তৌহিদ, কৃষি ক্যাডারের কবির জুয়েল ও শুভ দাস, ট্যাক্সেশন ক্যাডারের মো. নাজমুল ইসলাম ও মেহেদী মাসুদ ফয়সাল, স্বাস্থ্য ক্যাডারের রহমান শুভ্র এবং পিডাব্লিউডি ক্যাডারের মো. হারুনুর রশীদ এ একটি করে গাছের চারা রোপণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ বেতারের অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. আল-আমিন খান, বাংলাদেশ বেতারের বার্তা বিভাগের পরিচালক মুহাম্মদ শরীফুল কাদের প্রমূখ উপস্থিত ছিলেন।

মূল সোর্সঃ https://www.dhakatimes24.com/2021/06/05/216913/%E0%A7%A9%E0%A7%A7%E0%A7%A6%E0%A7%A6-%E0%A6%97%E0%A6%BE%E0%A6%9B-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%97%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87-%E0%A7%A9%E0%A7%A7%E0%A6%A4%E0%A6%AE-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%B8-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8B%E0%A6%B8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B6%E0%A6%A8

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *