পেশাগত জীবনে তারা প্রত্যেকেই সরকারের প্রথম শ্রেণির কর্মকর্তা। কিন্তু তাদের ভেতরে লুকিয়ে আছে সুপ্ত প্রতিভা। তাই সুযোগ পেলেই গানের ভুবনে হারিয়ে যান তারা। মনের সুখে গান পছন্দের গান।

৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের বিভিন্ন ক্যাডারের এমন চারজন কণ্ঠশিল্পীর গাওয়া ছয়টি গান নিয়ে প্রকাশিত হয়েছে ‘গীতবাদ্যম’ নামে গানের অ্যালবাম।

অ্যালবামটিতে ‘কলিজাতে দাগ লেগেছে’ ও পাহাড়ি গান ‘ছাতা ধরো হে দেওরা’ গানটি গেয়েছেন নাসরিন আক্তার ইতি। ‘পূবালী বাতাস’ ও মেঘবরণ কন্যা’ গানটি গেয়েছেন সঞ্জয় কুমার হালদার। ‘যে পথে তুমি গেছ চলে’ গানটি গেয়েছেন তোফাজ্জেল হোসেন লিপু আর নিজের লেখা ও সুর করা ‘আমার বাংলাদেশ’ গানটি গেয়েছেন মোশারেফ মিলু।

গত বছর ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রকাশিত হয়েছিল আবৃত্তির অ্যালবামটির নাম দেওয়া হয়েছে ‘একত্রিংশৎ কাব্যমালঞ্চম।’ ২২টি কবিতা সম্বলিত অ্যালবামটিতে বিভিন্ন ক্যাডারের কর্মকর্তারা কণ্ঠ দিয়েছেন।

এছাড়াও স্বাধীনতার ৫০ বছরে গত বছর অ্যাসোসিয়েশনের সদস্যরা ‘পঞ্চাশ বছর’ নামে আরেকটি কবিতার অ্যালবাম বের করেন। যা ইউটিউবে শোনা যায়।

এদিকে চাকরিতে যোগদানের নবম বর্ষপূর্তি ও দশম বছরে পদার্পণ উপলক্ষে অ্যাসোসিয়েনের পক্ষ থেকে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ১৪ জানুয়ারি জাতীয় জাদুঘরের মিলনায়তনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।

এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবন নিয়ে গল্প বলবেন মিশরের লেখক ও সাংবাদিক মোহসেন আল-আরিশি। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করবেন জনপ্রিয় ভারতীয় সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল।

মূল পোস্টঃ https://www.dhakatimes24.com/2022/01/04/244782/%E0%A7%A9%E0%A7%A7%E0%A6%A4%E0%A6%AE-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%B8-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%97%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AE-%E0%A6%97%E0%A7%80%E0%A6%A4%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AE

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *