সোনার তরী কবিতা রবীন্দ্রনাথের কবিতা
Youtube
https://youtu.be/cvG98e1WjIg?si=EydVCnv9hZB7gelY
গগনে গরজে মেঘ, ঘন বরষা।
কূলে একা বসে আছি, নাহি ভরসা।
রাশি রাশি ভারা ভারা
ধান কাটা হলো সারা,
ভরা নদী ক্ষুরধারা
খরপরশা–
কাটিতে কাটিতে ধান এল বরষা॥
একখানি ছোট ক্ষেত আমি একেলা,
চারিদিকে বাঁকা জল করিছে খেলা।
পরপারে দেখি আঁকা
তরুছায়ামসী–মাখা
গ্রামখানি মেঘে ঢাকা
প্রভাত বেলা–
এ পারেতে ছোট ক্ষেত আমি একেলা॥
গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে!
দেখে যেন মনে হয় চিনি উহারে।
ভরা–পালে চলে যায়,
কোন দিকে নাহি চায়,
ঢেউগুলি নিরুপায়
ভাঙ্গে দু ধারে–
দেখে যেন মনে হয় চিনি উহারে॥
ওগো, তুমি কোথা যাও কোন্ বিদেশে?
বারেক ভিড়াও তরী কূলেতে এসে।
যেয়ো যেথা যেতে চাও,
যারে খুশি তারে দাও–
শুধু তুমি নিয়ে যাও
ক্ষণিক হেসে
আমার সোনার ধান কূলেতে এসে॥
যত চাও তত লও তরণী–পরে।
আর আছে— আর নাই, দিয়েছি ভরে॥
এতকাল নদীকূলে
যাহা লয়ে ছিনু ভুলে
সকলি দিলাম তুলে
থরে বিথরে–
এখন আমারে লহো করুণা করে॥
ঠাঁই নাই, ঠাঁই নাই– ছোট সে তরী আমারি সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণগগন ঘিরেঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরেরহিনু পড়ি– যাহা ছিল নিয়ে গেল সোনার তরী।
আবৃত্তি – আব্দুল্লাহ আল হাদী। Abdullah Al Hadi
ব্যাকগ্রাউন্ড স্কোর : রিফাত নোবেল
সোনার তরী কবিতা রবীন্দ্রনাথের কবিতা sonar tori kobita rabindranath tagore poem HSC Bangla recitation
https://youtu.be/cvG98e1WjIg?si=EydVCnv9hZB7gelY