মেঘনাদবধের একজন প্রথম কাব্য শিল্পী আব্দুল্লাহ আল হাদী।
মেঘনাদবধ কাব্য (প্রথম সর্গঃ) Meghnadbadh kabya(Part 1) Michael Madhusudan Dutt//Abdullah Al Hadi
বাংলা সাহিত্যের প্রথম কবিতা মেঘনাদবধ, ষোড়শী ভাষায় বললে আর কোন কবিতা দীর্ঘ শতাব্দীর স্রোত ভেঙ্গে লেখা হয়েছিল?
মেঘনাদবধ কাব্য (দ্বিতীয় সর্গঃ) Meghnadbadh kabya (part 2) Michael Madhusudan Dutt/Abdullah Al Hadi
জয়দেব, শাহ মুহম্মদ সগীর, আলাওল, ভারত চন্দ্র, চন্দ্রাবতী প্রমূখ বিসর্জন অন্তে কাব্য মহিমায় উজ্বল উদ্বোধন। কিন্তু কাব্য বিস্ফোরন দীর্ঘক্ষণ মনে মিশে যায় বিশ্বাস চুয়ায়ে অগণিত তারাদলসহ রাত্রির মতো, তা যেন মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য।
মেঘনাদবধ কাব্য (তৃতীয় সর্গঃ) Meghnadbadh kabya(Part 3) Michael Madhusudan Dutt//Abdullah Al Hadi
বাংলার সামাজিক সংস্কৃতির মাৎস্যন্যায়ে কবি মাইকেল মধুসূদন কিংবা মেঘনাদবধ কাব্য অনেক খানিই ইট চাপা ঘাঁসের মতোই।
মেঘনাদবধ কাব্য (চতুর্থ সর্গঃ) Meghnadbadh kabya(Part 4) Michael Madhusudan Dutt//Abdullah Al Hadi
দশকে দশকে সাহিত্য ব্রাক্ষণেরা তাকে অন্ধকার করে রেখেছে সূর্যগ্রহণের মতোই নানা কারনে। ১৮৬১ সালে মেঘনাদবধ লিখিত হলেও তা স্টুডিও ভার্সনে পঠিত হলো ২০২৩ সালে এসে, প্রায় দেড়শত বছর পরে।
মেঘনাদবধ কাব্য (পঞ্চম সর্গঃ) Meghnadbadh kabya(Part 5) Michael Madhusudan Dutt//Abdullah Al Hadi
এবং লক্ষ করলে দেখা যায় মেঘনাদবধের পাঠের মধ্যে ক্যাসেটের যুগের সময়ে, প্রথম অধ্যাপক নরেণ বিশ্বাসের ১ম ও ২য় সর্গের একটি পাঠ পাওয়া যায়। এরপর ইউটিউবের যুগে এসে ২০১৭ কিংবা ১৮ সালের দিকে গৌতম হালদারের একটি অসম্পূর্ণ নাট্যপাঠ পাওয়া যায় যা নাট্য আকারে প্রকাশিত। এরপর ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত আব্দুল্লাহ আল হাদী ধারাবাহিকভাবে এখন পর্যন্ত আটটি সর্গ প্রকাশ করেছেন, যা এখন পর্যন্ত কাব্য রুপে পড়া মেঘনাদবধ কাব্যের প্রথম প্রকাশ। তবে এখন অনেকেই এ কাব্য পাঠ করছেন যা ইউটিউবে দেখা যাচ্ছে।
মেঘনাদবধ কাব্য (ষষ্ঠ সর্গঃ) Meghnadbadh kabya(Part 6) Michael Madhusudan Dutt//Abdullah Al Hadi
মেঘনাদবধ পাঠের আরেকটি দুর্বল দিক হচ্ছে টেক্সটের ভিন্নতা। বাংলা একাডেমির সাথে কলকাতায় প্রকাশিত টেক্সটের একটা কিঞ্চিৎ তফাত কিছু ক্ষেত্রে সুস্পষ্ট। সে হিসেবে আব্দুল্লাহ আল হাদীর কাব্য পাঠে সমালোচনা থাকলেও তবে এখনো তা কাব্য আকারে পড়া মেঘনাদবধ কাব্যের প্রথম প্রকাশ।
মেঘনাদবধ কাব্য (সপ্তম সর্গঃ) Meghnadbadh kabya(Part 7) Michael Madhusudan Dutt//Abdullah Al Hadi
সংস্কৃত কবি বাল্মিকীর ‘রামায়ণ‘ অবলম্বনে এ অমর কাব্যের সৃষ্টি করেন মাইকেল মধুসূদন দত্ত।এ কাব্যের উল্লেখযোগ্য চরিত্র হলো – রাবণ, মেঘনাদ, রাম ইত্যাদি।
মেঘনাদবধ কাব্য (অষ্টম সর্গঃ) Meghnadbadh kabya(Part 8) Michael Madhusudan Dutt//Abdullah Al Hadi
১৯–শতকীয় বাঙালি কবি মাইকেল মধুসূদন দত্তের অমিত্রাক্ষর ছন্দে লেখা বীর ও করুন রসের প্রাধান্যে বাংলা সাহিত্যে এ কাব্যের স্থান একক এবং অদ্বিতীয়। ১৮৬১ সালে দুই খণ্ডে বই আকারে প্রকাশিত হয়। কাব্যটি মোট নয়টি সর্গে বিভক্ত। মেঘনাদবধ কাব্য মহাকাব্য রামায়ণ অবলম্বনে রচিত, যদিও এর মধ্যে নানা মহাকাব্যের ছাপও সুস্পষ্ট। আখ্যানভাগ প্রথম সর্গ, মেঘনাদবধ কাব্যের প্রথম সর্গের নাম ‘অভিষেক’। মেঘনাদবধ কাব্যের বিষয়বস্তু প্রথম সর্গ ‘অভিষেক’ দ্বিতীয় সর্গ ‘অস্ত্রলাভ’ তৃতীয় সর্গ ‘সমাগম’ চতুর্থ সর্গ ‘অশোকবন’ ষষ্ঠ সর্গ ‘বধ’ সপ্তম সর্গ ‘শক্তিনির্ভেদ‘ অষ্টম সর্গ ‘প্রেতপুরী’ নবম সর্গ ‘সংস্ক্রিয়া’।
নিউজ/মেঘনাদবধ