(News Source: ঢাকা টাইমস)
মুজিববর্ষ উপযাপনের প্রাক্কালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গান গাইলেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী অঞ্জন দত্ত।
সম্প্রতি ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের সদস্যদের চাকুরিতে যোগদানের সপ্তম বর্ষপূর্তী ও মুজিববর্ষ উপলক্ষে ঢাকায় আসেন অঞ্জন দত্ত। সেখানে তিনি বঙ্গবন্ধুকে নিয়ে নিজের লেখা গানের পেছনের গল্প ও গানটি গেয়ে শোনান।
জানা গেছে, আয়োজক সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল হাদী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি গান লেখার অনুরোধ জানিয়ে অঞ্জন দত্তকে চিঠি দিয়েছিলেন। তবে তিনি গানটি তৈরি করে আসতে পারেননি।
গত শুক্রবার সকালে বাংলাদেশে আসার পর তাকে নিয়ে শ্রদ্ধা নিবেদন করতে ধানমন্ডি ৩২ নাম্বারের বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরে যান সংগঠনের সদস্যরা। এ সময় তাকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতের ট্রাজেডির ঘটনা শোনালে অঞ্জন দত্তের মনে এই গানটি আসে। পরে সন্ধ্যায় জাতীয় যাদুঘর মিলনায়তনে তিনি গানটি গেয়ে শোনান।
জাদুঘর পরিদর্শনকালে তিনি সেখানে দর্শনার্থী বইয়ে নিজের অনুভুতির কথা জানান। এসময় তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন বলে নিজেই অনুষ্ঠানে বলেছেন।
বঙ্গবন্ধুকে নিয়ে অঞ্জন দত্তের লেখা গানটি তুলে ধরা হলো-
এখনও মুক্তি পায়নি,এখনও মুক্তি পায়নি অনেক মন
এখনও চলছে মানুষের হাহাকার,
তাই স্বাধীন চিন্তা যতবারই হবে খুন,
মনে পড়ে যায় তোমাকে বন্ধু আমার।
মনে পড়ে যায় সেই রাতের কথা
দশ বছরের রাসেলের চিৎকার
আমার স্বাধীনতার দিনে তুমি হলে শহীদ
মনে পড়ে যায় তোমাকে বন্ধু আমার।
মনে পড়ে যায় তোমাকে চে গুয়েবারা
মনে পড়ে যায় তোমাকে রবি ঠাকুর
মনে পড়ে যায় তোমাকে মার্টিন লুথার কিং
মনে পড়ে যায় তোমাকে মান্ডেলা
মনে পড়ে যায় তোমাকে মুজিবুর।
এখনও মানুষ অন্ধ হয়েই আছে
এখনও মানুষ করছে মানুষ মিথ্যাচার
তাই এখনও যখন কোথাও গণতন্ত্র হত্যা
মনে পড়ে যায় তোমাকে বন্ধু আমার।
মনে পড়ে যায় সেই রাতের কথা
সাইত্রিশটা জীবন ছারখার
আমার স্বাধীনতার দিনে তুমি হলে শহীদ
মনে পড়ে যায় তোমাকে বন্ধু আমার।
মনে পড়ে যায় তোমাকে চে গুয়েবারা
মনে পড়ে যায় তোমাকে রবি ঠাকুর
মনে পড়ে যায় তোমাকে মার্টিন লুথার কিং
মনে পড়ে যায় তোমাকে মুজিবুর।
মনে পড়ে যায় তোমাকে চে গুয়েবারা
মনে পড়ে যায় তোমাকে রবি ঠাকুর
মনে পড়ে যায় তোমাকে মান্ডেলা
মনে পড়ে যায় তোমাকে মুজিবুর।
আমার দেশটা একটুও ভালো নেই
ধর্মের নামে চলছে অত্যাচার
আমার দেশটা একটুও ভালো নেই
ধর্মের নামে চলছে অত্যাচার
তাই আমার দেশের রাস্তায় হঠাৎ দাঁড়িয়ে পড়ি
মনে পড়ে যায় তোমাকে বন্ধু আমার।
মনে পড়ে যায় সেই রাতের কথা
বিশ্বাসঘাতকতার ব্যতিচার
আমার স্বাধীনতার দিনে তুমি হলে শহীদ
মনে পড়ে যায় তোমাকে বন্ধু আমার।
মনে পড়ে যায় তোমাকে চে গুয়েবারা
মনে পড়ে যায় তোমাকে রবি ঠাকুর
মনে পড়ে যায় তোমাকে মার্টিন লুথার কিং
মনে পড়ে যায় তোমাকে মুজিবুর।
মনে পড়ে যায় তোমাকে চে গুয়েবারা
মনে পড়ে যায় তোমাকে রবি ঠাকুর
মনে পড়ে যায় তোমাকে মান্ডেলা
মনে পড়ে যায় তোমাকে মুজিবুর।