‘পূর্ব পৃথিবীর আলো’ আল হাদী প্রকাশকাল ২০২৩।
- একমাত্র মৃত মানুষেরাই ভবিষ্যতের বড় কোন উপাদান।
কুয়াশা বন দূর থেকে দেখতে হয়। পাখিদের কলোতান আবছা সকালে বিশুদ্ধ মনে হয়। যৌবন পার করা মানুষের প্রাচীন সাহিত্য নতুনের কাছাকাছি থাকে।
‘পূর্ব পৃথিবীর আলো’ আল হাদী –নতুন কবিতার বই। অমর একুশে গ্রন্থমেলা ২০২৩ কে সামনে রেখে প্রতিবছরের ন্যায় কবি আব্দুল্লাহ আল হাদী এবারো তার নতুন কবিতার বই প্রকাশ করেছেন।e.g.
পৃথিবীকে নিবিড় করে ধোয়া কাপড়ের মতো মুচড়ে ফেললে পৃথিবীর রঙ বের হয়। কুয়াশা বন দূর থেকে দেখতে হয়। পাখিদের কলোতান আবছা সকালে বিশুদ্ধ মনে হয়। যৌবন পার করা মানুষের প্রাচীন সাহিত্য নতুনের কাছাকাছি থাকে। আল হাদীর কবিতা সম্বন্ধে এমনটিই জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়র বাংলা বিভাগের স্নাতক বর্ষের ছাত্র আজাদ নিশীথ সুমেধা।
‘পূর্ব পৃথিবীর আলো’ এর ফ্ল্যাপে বলা হয়েছে ‘এ কবিতাগুলোতে কোন মিথ্যা কথার দর–দাম করা হয় নাই। পথের পাশে পাশে কথা হয়ে জড়ো হয়েছে কবি আল হাদীর মন থেকে এই জাত কবিতায়, যেখানে কবিতার শব্দগুলো অনেক আলতো আর খোলামেলা। মৃত মানুষের যত্ন বাহ্যিক সেবার অন্তরায়, যা সংগঠিত হয় মানুষের মনের মধ্যে এবং একমাত্র মৃত মানুষেরাই ভবিষ্যতের বড় কোন উপাদান। কবি আল হাদী মনে করেন নিজের সঙ্গে নিজের দেখা হওয়া প্রয়োজন ছিল।
প্রায় ৩৫০টির অধিক কবিতা স্থান পেয়েছে কবিতার বইটিতে। ধারণা করা হয়, এখন পর্যন্ত কবি আল হাদীর লিখিত কবিতার সংখ্যা প্রায় দুই হাজারের বেশি।e.g.
আব্দুল্লাহ আল হাদী রচিত গ্রন্থ সমূহ
‘পূর্ব পৃথিবীর আলো’ এই কাব্যগন্থের আগে কবি আল হাদী ‘জীবের জড়তা‘, ‘শ্রবণ অনুভূতি–১‘, ‘শ্রবণ অনুভূতি–২‘, ‘শ্রবণঅনুভূতি–৩‘, ‘কাজিয়ার প্রস্তুতি‘ নামে একটি নাটক; ‘প্রতিবেশী সময়‘, ‘দ্বিতীয় সময়‘, ‘অতিরিক্ত সময়‘, ‘বস্তুতঃ সময়‘, ‘মেঘেছড়ানো সময়‘, ‘সময়ের দূতাবাস‘, ‘মাটির নদী’
মোট দশটি কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন বলে জানা যায়। বইটি গ্রন্থমেলায় ও রকমারি ডটকমে পাওয়া যাবে বলে জানিয়েছেন প্রকাশক সন্জয় গায়েন।
জীবের জড়তা
কবি আল হাদী জীবের জড়তা নিয়ে গবেষণা করছেন অনেক দিন ধরে। পরিমাণ মতো শব্দ ব্যবহার করে তিনি অপেক্ষা করেছেন বহুদিন ধরে।
‘পূর্ব পৃথিবীর আলো’ কবিতা গ্রন্থটি উৎসর্গ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিশু পুত্র ১৫ আগস্টে পরিবারের অন্যান্যদের সাথে শহীদ শেখ রাসেলকে।
নিউজ লিংক e.g.
Firstly
Secondly
https://www.bssnews.net/bangla/national/76267
https://www.rokomari.com/book/282645
https://dhakamail.com/amp/offbeat/65892
আব্দুল্লাহ আল হাদীর আরেকটি বই ‘মাটির নদী’ ই পেপারে পড়া যাবে নিচের লিংকে https://31stbcs.org/matir-nodi/
Moreover
YouTube link আব্দুল্লাহ আল হাদী https://youtube.com/@AbdullahAlHadi
Above all
বইমেলা ২০২৩