নারী দিবসের কবিতা ৩১তম বিসিএস ক্যাডার এসোসিয়েশন

নারী দিবসের কবিতা

পাতার মন খারাপে কারও কোন কিছু কি এসে যায়?
যদি পাতার সবুজ রং সতেজ দেখায়
তাতে হয়তোবা কারও কারও নয়ন জুড়ায়
কিন্তু খুব বেশি কিছু কি এসে যায়?

যদি পাতায় হলুদ রং ধরে
তাতে কি পথিকের আফসোস হয়?
না আফসোস কিসের?
সে তো আর তার চলার পথের সৌন্দর্য নয়
যে ফিরে তাকাবে?

রসহীন পাতা ঝরে গেলেইবা কি ক্ষতি হয়?
না গাছ , না পথিক, এতটুকু দুঃখ পায়!
আর যখন প্রাণহীন পাতা শুকনো মাটির বুকে
পড়ে থাকে পদদলিত হতে,
তখন ও মর্মর মর্মর ছন্দে সুর তুলে,
কারও কারও উনুনে আগুন হয়ে জ্বলে।
তাতেও কি কিছু এসে যায়?
বরং দখিনা বায়ে
আপন গতিতে বালিকা চলে,
হেসে কুটিকুটি বালিকা
স্থির হয়ে বসে কুচিলা তলে।

দোহাই, নারী কোন কারনে বা অকারণে
শুকনো ঝরা পাতা হইয়োনা।
প্রাণহীন চূর্ণ, বাতাসে উড়ে যেওনা।

নারী,তুমি বীজ থেকে অঙ্কুর,
তারপর ধীরে ধীরে প্রোথিত কর শেকড়।
একসময় তোমার সুশীতল ছায়ায়
পথিক প্রাণ জুড়াবে,
শিকলহীন পায়ে বাঁধা পরবে মায়ায়-
কোন একদিন ফুল ভরতে ডালায়
কৃষ্ণ নাচবে পালায় পালায়।

নারী নয় ঝরা পাতা
ফরিদা রানু (৩১তম বিসিএস পুলিশ)

আরো কবিতা 

ফরিদা রানুর কবিতা নারী

নারী তুমি এই জগৎ সংসারের ভীড়ে,
বিভিন্ন পরিচয় গড়েছ ছোট সুখের নীড়ে,
মা, বোন, স্ত্রী, প্রেমিকা বা অন্যকে ঘিরে-
চাওয়া পাওয়ার হিসেব গুটিয়ে নিয়েছ বেশ ধীরে।
আপন জনের সুখেই বিভোর, যে নারীর হিয়ে,
নিজেকে ভেঙে গড়ার ইচ্ছে যার রন্ধ্রে বা শিরে-
আচল পেতে শান্তি চায় বারে বারে,
মায়া আর পিছুটানে তাকায় শুধু ফিরে ফিরে।

নারী তুমি ছিলে কোন এক কিশোরী মেয়ে
আবেগে যার অশ্রু নামে দু’নয়ন বেয়ে,
ভীরু দুটি চোখে যে দেখেনা সম্মুখ চেয়ে,
শান্ত নদীতে দুপুর বেলা যে যায় নেয়ে।
ঝুমঝুম নূপুর পরে ঘুরে বেড়ায় নিটোল পায়ে,
কচি মনে হাজারো স্বপ্ন তার যায় ছেয়ে।

নারী তুমি, কোন একেলা যুবতীর কর্মক্ষমতা,
যার ডানে বায়ে শুধু খুঁজে ফিরি পেশাগত দক্ষতা।
পুরুষ সমাজ তল্লাশি করে বের করেন তার অজ্ঞতা,
তবুও কোন কোন ক্ষেত্রে মাঝে মধ্যে চায় সখ্যতা,
নারী তুমি খুব সুচারুরূপে নিজেই নিজের রক্ষা কর্তা।

শুদ্ধ মানুষ ও গুণিজন দেয় সে দেবীর পুরো দাম,
নারী তুমি অটল থেকো, অনঢ় হয়ে চেন ডান বাম;
নারী তুমি এগিয়ে যাও, রেখ সমাজ সংসারের সম্মান;
নারী তুমি সৃষ্টি কর্তা প্রদত্ত এক আশ্চর্য শক্তির নাম!

নারী
ফরিদা রানু
১১/০৩/২০২১ e.g.

Outbound links e.g.

নারী দিবসের কবিতা

৩১তম বিসিএস ক্যাডার এসোসিয়েশন 

https://31stbcs.org/%e0%a6%ab%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80/

দেশ রুপান্তর e.g.

https://www.deshrupantor.com/book/199655/%E0%A6%AB%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A6%E0%A6%BE-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A5%E0%A6%AE-%E0%A6%95%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%87-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BE-%E0%A6%95%E0%A6%A5%E0%A6%BE-%E0%A6%95%E0%A7%9F

৩১তম বিসিএস ক্যাডার এসোসিয়েশন and

নারী দিবসের কবিতা ৩১তম বিসিএস ক্যাডার এসোসিয়েশন
নারী দিবসের কবিতা ৩১তম বিসিএস ক্যাডার এসোসিয়েশন

৩১তম বিসিএস ক্যাডার এসোসিয়েশন 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *