এক যুগ পূর্তি ৩১তম বিসিএস ক্যাডার এসোসিয়েশন। ১৫ জানুয়ারি ২০২৫। 

♦সেবার এক যুগ।
৩১তম বিসিএস ক্যাডার এসোসিয়েশন
এক যুগ পূর্তি ৩১তম বিসিএস ক্যাডার এসোসিয়েশন

৩১তম বিসিএস ক্যাডার এসোসিয়েশন

এক যুগ পূর্তি ৩১তম বিসিএস ক্যাডার এসোসিয়েশন

৩১তম বিসিএস ক্যাডার এসোসিয়েশন একটি অলাভজনক ক্যাডার সংগঠন। এটি শুরু থেকেই শিশু অধিকার, বৃক্ষরোপণ, মানসিক স্বাস্থ্য, দুর্যোগ মোকাবেলা ইত্যাদি বিষয় নিয়ে কাজ করে আসছে 2013 সালে 31 তম বিসিএস নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগপ্রাপ্ত ক্যাডার কর্মকর্তাদের দ্বারা এই সমিতি গঠিত হয়েছিল।

এক যুগ পূর্তি
এক যুগ পূর্তি ৩১তম বিসিএস ক্যাডার এসোসিয়েশন

বাংলাদেশের সিভিল সার্ভিস ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের ইম্পেরিয়াল সিভিল সার্ভিস থেকে উদ্ভূত হয়। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতারপর এর নাম পরিবর্তন করে বাংলাদেশ সিভিল সার্ভিস রাখা হয়। বর্তমানে বাংলাদেশ সিভিল সার্ভিসে ২৬টি ক্যাডার বিদ্যমান রয়েছে। 

এক যুগ পূর্তি ৩১তম বিসিএস ক্যাডার এসোসিয়েশন
৩১তম বিসিএস ক্যাডার এসোসিয়েশন

৩১তম বিসিএস ক্যাডার এসোসিয়েশন ২৬ ক্যাডারের এই প্লাটফর্ম তাদের বর্ষ পূর্তিতে সব সময় বড় কোন ইভেন্ট উদযাপন করে থাকে সেক্ষেত্রে সামনে ভালো সময় দেখে এ বছর তারা ১২ বছর পূর্তির একটা বিগ ইভেন্ট করার কথা ভাবছে। এছাড়া এ বছর তারা জেলায় জেলায় নিজেদের মধ্যে অফিসে অফিসে বর্ষপূর্তি উদযাপন করবে। এই দিনে তারা তাদের বসদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন।

31st BCS Cadre Association
এক যুগ পূর্তি ৩১তম বিসিএস ক্যাডার এসোসিয়েশন

যুগ পূর্তির বিশেষ মুহূর্ত নিয়ে কথা বলতে গিয়ে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আক্তারুন নেছা জানান ‘আমরা নিজেদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধিতে সব সময় নিজেদের সেরাটাই অপরের জন্য করে থাকি। একটি ভালো পারিবারিক পরিবেশের উষ্ণতা আমাদের আরেকটু ভালো থাকার প্রেরণা জোগায়।’

An era of services
31st BCS Cadre Association

এসোসিয়েশনের এক যুগ পূর্তিতে তিনি সবাইকে এক যুগ পূর্তির শুভেচ্ছা জানান। আক্তারুন নেছা বিসিএস প্রশাসন ক্যাডারের একজন সদস্য এবং তাঁর স্বামী নাহীদ হাসান তিনিও বিসিএস প্রশাসন ক্যাডারে একই ব্যাচের সদস্য। ব্যাক্তি জীবনে তিনি এক কন্যা সন্তানের জননী। 

এক যুগ পূর্তি
৩১তম বিসিএস ক্যাডার এসোসিয়েশন

নানা সময়ে এ সংগঠনের মর্যাদাশীল ব্যানারে সংগীত, কবিতা পরিবেশন করেছেন দেশ বিদেশের নানা প্রখ্যাত শিল্পি বৃন্দ। এছাড়া তাদের নানা সেমিনারে অংশ গ্রহণ করেছেন দেশ বিদেশের বিভিন্ন কবি ও গুনিজন। গত ২০২৩ সালে তাদের একটি সেমিনারে অংশগ্রহণ করতে এসেছিলেন শিশু অধিকার কর্মী নোবেল পিস লরিয়েট কৈলাশ সত্যার্থী, এবং ২০২২ সালে আরেকটি সেমিনারে অংশগ্রহণ করেছিলেন মিশরীয় কবি ও লেখক মোহসেন আল আরিশি। বাংলাদেশের কবি নির্মলেন্দু গুণের আলোচনা ও কবিতা পাঠ বিশেষভাবে এ এসোসিয়েশনের সকলকে অনেকবার সমৃদ্ধ করেছে। 

31@13
31st BCS Cadre Association

গত বছর ৩১তম বিসিএস ক্যাডার এসোসিয়েশনের বর্ষ পূর্তিতে সংগীত পরিবেশন করেছিলেন বাংলাদেশের গুনি শিল্পী রকস্টার ম্যাজিক্যাল জেমস, এর আগের বছর গুলোতে নানান সময়ে  ভারতের অন্জন দত্ত, আবৃত্তি শিল্পি মেধা বন্দ্যোপাধ্যায়, বাংলাদেশের রাহুল আনন্দ (জলের গান), সুবীর নন্দী, চিরকুট ব্যান্ডের সুমী, ইমন সাহা, শফি মন্ডল, সমীর বাউল, সিলেটের আশিক, ক্লোজ আপ অন খ্যাত মেহেদী, রেশমা, চাইম ব্যান্ডের খালিদ প্রমুখ নানান গুনি শিল্পি নানা সময়ে সংগীত কবিতা পরিবেশন করেছেন। 

An era of services

প্রতিবছর বৃক্ষরোপণ, শিশু অধিকার নিয়ে কাজ করা এ সংগঠনের প্রথম সারির কাজ বলে মনে করেন এসোসিয়েশনের অন্য আরেক এক সদস্য গণপূর্ত ক্যাডারের সাইফুজ্জামান চুন্নু তিনি যুগ্ম সম্পাদক হিসেবে এখন কাজ করছেন এ সংগঠনে। 

এক যুগ পূর্তি ৩১তম বিসিএস ক্যাডার এসোসিয়েশন

এ সংগঠনের শুরু থেকেই সভাপতি হিসেবে কাজ করছেন কবি আব্দুল্লাহ আল হাদী তিনি পরিবার পরিকল্পনা ক্যাডারের একজন সদস্য। আব্দুল্লাহ আল হাদী জানান নিজেদের মধ্যে ভ্রাতিত্বের বন্ধনই এ সংগঠনের চলবার ভিত্তি। প্রতিবার নিজেদের সংগে নিজেরা ভালো থাকার জন্যই আমরা এ আয়োজনগুলো করে থাকি। 

31st 13
31st BCS Cadre Association
31@13
31st BCS Cadre Association

An era of services

 তিনি আরো জানান 31 @ 13 এই শুভ যাত্রায় আমরা আপনার এবং আপনাদের মঙ্গল কামনা করছি।

https://www.facebook.com/share/v/1EW4pfG5tk/?mibextid=wwXIfr

https://youtu.be/01Jx12TNYKE?si=vPu0fLhMa_77ktjb

প্রেস – আহসান হাবীব জিতু, দপ্তর সম্পাদক, ৩১তম বিসিএস ক্যাডার এসোসিয়েশন।  

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *