একাদশ বৎসর পূর্তি ও দ্বাদশ বৎসরে পদার্পণ উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ৩১তম বিসিএস ক্যাডার এসোসিয়েশনের শ্রদ্ধান্জলি।

আজ সকালে বনানী কবরস্থান ও ধানমন্ডি ৩২ নম্বরে ৩১ব্যাচের অফিসারেরা ফুল দিয়ে তাদের শ্রদ্ধা জ্ঞাপন করেন।



















আব্দুল্লাহ আল হাদী, আকতারুন নেছা, মোহিত চৌধুরী, সাইফুজ্জামান চুন্নু, শুভ দাস, নাজমুল ইসলাম, প্রবীর সেন, সবুজ হাওলাদার, মুশফিকুর রহমান, আজম মোহাম্মদ প্রমুখ
একাদশ বৎসর পূর্তি ও দ্বাদশ বৎসরে পদার্পণ উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ৩১তম বিসিএস ক্যাডার এসোসিয়েশনের শ্রদ্ধান্জলি।
https://dhakamail.com/national/143842
https://www.bd-pratidin.com/entertainment/2024/01/15/958316