পেশাগত ব্যস্ততার বাইরে গিয়ে নিজেদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি বাড়ানোর লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবছরও ইফতার মাহফিলের আয়োজন করেছে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের ক্যান্টিনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে ৩১ব্যাচের বিভিন্ন ক্যাডারের শতাধিক সদস্য অংশ নেন। দীর্ঘদিন পর সহকর্মীদের কাছে পেয়ে খুনসুটিতে মেতে ওঠেন তারা।
ইফতার মাহফিলে ৩১তম বিসিএস অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল্লাহ আল হাদী, সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় দে সজল ছাড়াও আনিসুল ইসলাম মিঠু, আহসান খান রবিন, হারুন অর রশিদ, এহসানুল ফেরদৌস, মুহিত সেরনিয়াবাত, ইফতেখারুল আলম, শামসুজ্জামান বাবু, শাহাবুদ্দিন কবির, তাপস কুমার দাস, মুশফিকুর রহমান, তানজিলিনা মেহনাজ, আবুল খায়ের হিরু, রাকিবুল হাফিজ, নাজিবুল্লাহ সাকী, জাকির হোসেন, গণেষ ঢালি, আবুল বাশার, কবির জুয়েল মুহিবুবুল, সুব্রত কুমার দাস, সবুজ হাওলাদার, মো. আরিফুর ইসলাম রাসেল, নাহিদ হাসান, শাহজাহান কবির শিশির, মনিরুল ইসলাম, মেহেদী মাসুদ ফয়সাল, সাইফুজ্জামান চুন্নু, মোহাম্মদ জাকারিয়াসহ ব্যাচের সদস্যরা উপস্থিত ছিলেন।

অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল্লাহ আল হাদী ঢাকাটাইমসকে বলেন, নিজেদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও সম্পর্কের দৃঢ়তা বাড়ানো এবং রমজানের শিক্ষা কর্মজীবনে প্রতিফলন ঘটিয়ে দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে এই মাহফিলের আয়োজন করা হয়েছে।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।